পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে ২৬ এপ্রিল স্থানীয় চাষি মোজাম্মেল মৃধার হাতে কম্বাইন হার্ভেস্টার বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু , উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, উপসহকারি কৃষি কর্মকর্তা রথীন কুমার ঘরামী, বরুন কুমার সিকদার, শ্যামল চন্দ্র সুতার প্রমুখ।
৫০% ভর্তূকি মূল্যে এ আধুনিক কৃষি যন্ত্রপাতিটি বিতরণ করা হয়। এর বাজার মূল্য ১২ লাখ টাকা। এ যন্ত্রের সাহায্যে ধান কাটা , মাড়াই, ঝাড়াই এবং বস্তা বন্দি একই সাথে করা সম্ভব। ৫০ শতাংশ জমিতে এ কাজ করতে সময় লাগে ১ ঘন্টা । জ্বালানি খরচ মাত্র ৫২০ টাকা। অথচ সনাতন পদ্ধতিতে শুধু ধান কাটতে প্রয়োজন কমপক্ষে ৭ জন শ্রমিক।এ জন্য মজুরি ব্যয় প্রায় ৪ হাজার ২ শ’ টাকা। আর সময় লাগে ৮ ঘন্টা। তাই এ যন্ত্র ব্যবহারে উৎপাদন খরচ অনেকটা হ্রাস পায়।
উপজেলা কৃষি অফিসার বলেন, সংকটময় মুহূর্তে নেছারাবাদে কম্বাইন হার্ভেস্টারটি পেয়ে এলাকার কৃষকরা এখন অনেকটা স্বস্তিতে আছেন।